* ফেইস বুক, লিংকডিন এ পোস্ট দেখে মানুষ মনে করে, এটা একটা স্বর্গরাজ্য, আহ কি সুখ।
* জবে ঢোকার পর বুঝা যায় এরা আসলে কি পরিমান, Show Off করে, সব কিছুই করে শুধু ShowOff এর জন্যে।
* আপনার শরীরে যদি প্রচুর তেল থাকে, ম্যানেজমেন্ট, সিনিয়র দের সেই তেল মাখতে পারেন, এবং তাদের পায়ের ধোয়া পানি খেতে পারেন তাইলে আসলেই আপনার কাছে এটা স্বর্গরাজ্য ই মনে হবে।
* এরা একটা নিছে ২৭ তলা, সেই ২৭ তলার ভিউ এর দোহায় দিয়ে সবাইকে বলে বেড়ায় যে, বাংলাদেশের টপ কোম্পানি, আসলে ২৭ তলা ভাড়া নেওয়ার পিছনে এদের অন্য বিজনেস আছে, এরা বিভিন্ন পেইড সেমিনার করে এখানে, আর বলে বেড়ায় নাহ, আমরা তো ডেভেলপার দের জন্যে ২৭ তলা ভাড়া নিছি, ধাপ্পাবাজ।
* এমন ও ইঞ্জিনিয়ার আছে, কাজের চাপ এত্ত দিয়ে রাখে, আপনি ২৭ তলা আছে যে, ভূলেও যাবেন, ৫ মিনিট ও সময় পাবেন না বসার।কিন্তু যারা ওই যে পা চেটে খায়, এটা দুপুরে দিব্বি লাঞ্চ এর পরে এখানে বসে আসর জমায় বিড়ি খাওয়ার, তারপর হেলেদুলে ৩/৪ টার নীচে নামবে কাজের জন্য।