Company: SSL Wireless
Experience: Very Bad

বেরসিক লিডারশিপের বলি হচ্ছে কর্মীরা

SSL Wireless বা SSLCOMMERZ একসময় প্রযুক্তি খাতে পরিচিত নাম হলেও, আজ প্রতিষ্ঠানটি ভেতর থেকে ভেঙে পড়ছে দুর্বল নেতৃত্ব, অসঙ্গত সিদ্ধান্ত এবং কর্মীদের প্রতি চূড়ান্ত অবহেলার কারণে। নিচে কিছু বাস্তব চিত্র তুলে ধরা হলো:
ম্যানেজমেন্টের ব্যর্থতা: অনেক টিম লিড আর ডিপার্টমেন্ট হেড কেবল এমডি’র খুশি করতে ব্যস্ত। প্রোডাক্ট ভিশন নেই, বাস্তব ডেলিভারির সঙ্গে সিদ্ধান্তের কোনো মিল নেই।
অযৌক্তিক ছাঁটাই: AI নিয়ে পরিকল্পনাহীন দৌড়ে অভিজ্ঞ কর্মী ছাঁটাই।
নিম্নমানের কর্মপরিবেশ: টিস্যু, মাউস ব্যাটারি, খাতা, কলম সব নিজের টাকায়। টয়লেটের অবস্থা করুণ, আর অফিস স্পেস এমন যে মনে হয় সদরঘাটের ভেতরে বসে আছি।
কর্মীদের প্রতি অবহেলা: ইনক্রিমেন্ট নেই, প্রমোশন শুধু সি-লেভেল আর তাদের কাছের মানুষদের জন্য। পিকনিক, ইফতার, ট্যুর—সব নিজের খরচে। মূল্যায়ন বলতে কিছু নেই।
ছুটি নিতে গেলে নাটক: ছুটি চাইলে টিম লিডদের নানা রকম প্রশ্নবানে পড়তে হয়—কখন যাবেন, কেন যাবেন, এতদিনের কাজ কীভাবে চলবে—যেন ছুটি চেয়ে অপরাধ করে ফেলেছি!
স্ট্র্যাটেজি নেই, শুধু কাগজে KPI: সব সিদ্ধান্ত কাগজে লক্ষ্যমাত্রা পূরণের জন্য। বাস্তবে কোনো টেকসই পরিকল্পনা নেই।