এসএমএস, এসএসএল কমার্স ছাড়া এদের বেচার মত কিছু নাই। নিজের গার্মেন্টস এর ইম্প্রুভমেন্ট এখানকার কামলাদের দিয়ে করায় নেন। এইচআর, সফটওয়্যার সব এখান থেকে। এদিকে ডেভলপার বা আদার টেক টিমের নীড সম্পর্কে কোন আইডিয়া নাই। যে কারণে কেউ নিজে থেকে কোন পুশ দেয়না।
স্যালারি তো পিয়নের সমান। সি লেভেল আর হেডরা নিজেদের স্যালারি / প্রমোশন নিয়ে বাকিদের ২-৫% দেয়। আর হেডরা সারা বছর বলে যাবেন যে নেক্সট টাউনহোলে দেখতেছি। এটা হচ্ছে সবচেয়ে বড় মুলা।
লাঞ্চ তো দেয়না বরং ডাইনিং এ বিয়ে বাড়ির মত লাইন করে দাড়ান লাগবে আপনাকে। মাঝে মধ্যে দেখবেন এসি দিয়ে আপনি ঠান্ডা না হলেও আপনি ভিজে যাচ্ছেন পানির ছিটায়। ওয়াসরুমে দেখবেন টিস্যু নেই এক সপ্তাহ থেকে।
পার্সোনাল থোট: নো ইনক্রিমেন্ট, স্টপ দ্য ওয়ার্ক